বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে অন্যতম টুইটার,আর এই টুইটার কে এবার কিনে নেওয়ার প্রস্তাব দিলেন স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক।মাস্ক মনে করেন এই ডিলের মাধ্যমে ট্যুইটারে বাক স্বাধীনতার আরও উন্নতি ঘটবে, সবাই আরো মুক্ত ভাবে তাদের মনের কথা খুলে বলতে পারবে।
মজার ব্যাপার হচ্ছে, ইলন মাস্ক কিন্তু বেশ কিছুদিন আগেই প্রায় তিন বিলিয়ন ডলার দিয়ে টুইটারে শেয়ার কিনে নিয়েছিলেন। এবং কোম্পানির।বর্তমান মোট সাড়ে প্রায় নয় পয়েন্ট দুই শতাংশই মাস্ক এর অধীনে।
এবার তিনি পুরো টুইটারকে কিনে নেওয়ার ইচ্ছা পোষণ করছেন। ইলন মাস্ক এর ভাষ্যমতে বাক স্বাধীনতাকে সর্বোচ্চ করণের লক্ষ্যেই তিনি এমনটি করতে চান। বেশ কিছুদিন আগে টুইটারে একটি বাক স্বাধীনতাকে সমর্থন করে টুইট প্রকাশ করেন ইলোন মাস্ক এবং তার পর পরই টুইটারে একটি বেশ বড় শেয়ার কিনে নেন মাস্ক। জানা যায় - ইলোনের টুইটারের শেয়ারের অংশ টুইটারের সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির শেয়ারের চেয়েও বেশি। আর বর্তমানে মাস্ক ই টুইটারের সর্বোচ্চ শেয়ারহোল্ডার।
I made an offer https://t.co/VvreuPMeLu
পৃথিবীর বড় বড় সেলিব্রিটিদের মতো মাস্কও যে নিয়মিত টুইটার ব্যবহার করেন সেটা কিন্তু আমরা সবাই জানি।তাঁর।টুইটারে মজার মজার টুইট প্রায় সবাই ফলো করে। এ থেকে বোঝা যায় টুইটার মাস্ক এর কাছে বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম।তাই এ বার তিনি পুরো টুইটারকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে ফেললেন। এমনকি প্রতিটি শেয়ারের জন্য চুয়ান্ন পয়েন্ট $20 ক্যাশ অফার করলেন ইলন মাস্ক, যা কোম্পানিটির বর্তমান ওপেনিং প্রাইসের থেকে প্রায় 20% বেশি। এবং মাস্কের।ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে তাঁর অফার প্রত্যাখ্যান করা হলে তিন তাঁর পূর্বের শেয়ারের অংশ পুরোটাই বাদ দিয়ে দিতে পারেন। তার টুইট থেকে বেশ ভাল ভাবেই বোঝা জাচ্ছে যে মাস্ক কিন্ত বেশ ভেবেই তাঁর এই সিদ্ধান্ত জানিয়েছেন। আপনাদের কী মনে হয়? ইলন মাস্ক কি পারবে? টুইটারে পুরো মালিকানা।নিতে।কমেন্ট করে জানাবেন। কিন্তু ধন্যবাদ। ❤